Logo
×

Follow Us

জেলার খবর

টাঙ্গাইলে ভেঙে দেওয়া হল অবৈধ সাত ইটভাটা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২০:৩৪

টাঙ্গাইলে ভেঙে দেওয়া হল অবৈধ সাত ইটভাটা

মির্জাপুরে অবৈধ ৭টি ইটভাটা ভেঙে ফেলা হয়। ছবি: সংগৃহিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে টাঙ্গাইলের মির্জাপুরে ৭টি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে শুরু হওয়া এই অভিযানে  মির্জাপুরের অবৈধ ৭টি ইটভাটা ভেঙে ফেলা হয়। সকালে শুরু হয়ে অভিযান চলে বেলা আড়াইটা পর্যন্ত।

অভিযানে বহুরিয়া, বাইমাইল ও পাহাড়পুর এলাকার বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বিঅ্যান্ডবি ব্রিকস, সনি ব্রিকস এবং রান ব্রিকস ইটভাটার চিমনি স্থায়ীভাবে ভেঙে দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫