Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:৪১

ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

ঝিনাইদহে লিফলেট জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণের আগে সমাবেশ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটি । গতকাল শনিবার (১১ জানুয়ারি) বিকালে ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে এ লিফলেট বিতরণ শুরু করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির আল সাদী, সদস্য জাহিদুর রহমান, হাবিবুর রহমান, ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আবু হুরাইরা, রত্না খাতুন, সাইদুর রহমান, সাকিব রানা, অন্তরসহ অন্যরা ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই ঘোষণাপত্রে অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সব ধরনের বৈষম্য নিরসনের মধ্যদিয়ে নাগরিক পরিচয় দিয়ে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে, গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ, ফ্যাসিবাদ রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করে সংস্কারের ওয়াদা দিতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫