
বিজিবির অভিযানে জব্দকৃত মদ। ছবি: নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ‘আইস ভদকা’, ‘রয়েল স্ট্যাগ’, ‘এসি ব্ল্যাক’, ‘অফিসার্স চয়েজ’ ও ‘এমসি ডোয়েলস’ নামক ব্র্যান্ডের ভারতীয় মদ।
আজ রবিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম)।
তিনি জানান, আজ রবিবার ভোর ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির আওতাভুক্ত চারুয়াপাড়া বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ দল মাদক বিরোধী অভিযানে বের হয়। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বগাঝড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ১৬৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডে ভারতীয় মদ জব্দ করা হয়।
কর্নেল এএসএম কামরুজ্জামান জানান, জব্দকৃত ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।