Logo
×

Follow Us

জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় হয়ে গেল বিলুপ্ত প্রায় গুটিদাড়া খেলা

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:১১

ব্রাহ্মণবাড়িয়ায় হয়ে গেল বিলুপ্ত প্রায় গুটিদাড়া খেলা

ব্রাহ্মণবাড়িয়ায় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন গুটিদাড়া খেলা। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন গুটিদাড়া খেলা। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার শেরপুর ধানিজমিতে খেলা হয়।

মহিষের শিং দিয়ে বিশেষভাবে তৈরি এক ধরনের গুটি দেড় হাত লম্বা বাঁশের দাড়া দিয়ে প্রবীণ-নবীনের মাঝে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রতি দলে ১১ জন করে দুই ভাগে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন প্রবীন নবীনরা। বাঁশের মোটা লাঠি দিয়ে মহিষের শিংয়ের তৈরি ছোট্ট গুটিটিতে জোরে আঘাত করা হয়। গুটিটি লুফে নিতে পারলে আউট। গুটিটি কেউ ধরতে পারল কিনা তার ওপর নির্ভর করে পয়েন্ট। এভাবেই খেলার হার-জিত নির্ধারিত হয়। খেলার নির্ধারিত ঘণ্টায় লাল দল সবুজ দল উভয়ই পয়েন্ট করে অর্জন করায় ফলাফল ড্র ঘোষণা করা হয়। খেলা শেষে দুই দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ডা. ফরিদুল হুদার ছেলে ডা. নাজমুল হুদা বিপ্লব, প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিশনের সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, সাহিত্য একাডেমির সাধারন সম্পাদক নুরুল ইসলাম আশরাফ, সাংবাদিক ইব্রাহিম খান সাদত প্রমুখ উপস্থিত ছিলেন।

গুটিদাড়া খেলাটি উপভোগ করতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষ ভিড় জমায়। তাদের কোলাহলে পুরো মাঠ এক মিলন মেলায় পরিণত হয়।

আয়োজকরা জানান, যুব তরুণ সমাজকে বিপদগামী হওয়ার হাত থেকে রক্ষা করতে এবং প্রাচীন এই খেলার ঐতিহ্য ধরে রাখতেই এই খেলার আয়োজন করা হয়। গুটিদাড়া খেলাটি ২০০৭ সাল থেকে সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫