Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:২০

নাটোরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর জেলা ম্যাপ। ছবি: সাম্প্রতিক দেশকাল

নাটোরের লালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহীন হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ডহরশৈলা গ্রামের একটি ভুট্টা ক্ষেতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ওই যুবক একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে লালপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪ বছরের এক কিশোরী বিলে ভুট্টার জমির পাশে ঘাস কাটছিল। এসময় একই এলাকার শাহীন তাকে ভুট্টা ক্ষেতে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ রাতে এসে অভিযুক্ত শাহীনকে গ্রেপ্তার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ভুক্তভোগীর বাবা পাউলুস পটল বিশ্বাস বাদী হয়ে রাতে শাহীনের বিরুদ্ধে মামলা করেন। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫