বিসিসির ছাঁটাই ১৬০ শ্রমিককে পুনঃবহালের সিদ্ধান্ত ৭ দিনের মধ্যে
 
													বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২১:২০
 
					মানববন্ধন কর্মসূচিতে ছাঁটাই করা ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মী। ছবি- বরিশাল প্রতিনিধি
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে বার্ধক্যের অযুহাতে ছাঁটাইয়ের প্রতিবাদে নগর ভবনের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রবিবার (১৯ জানুয়ারি) নগর ভবনের সামনে ফজলুল হক এভিনিউ সড়কে এ কর্মসূচি আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন।
এতে একাত্বতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতৃবৃন্দ। এ সময় তারা ছাঁটাইকৃত ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে চাকরিতে পুনঃবহালসহ বর্ধিত বেতন কার্যকর, মৃত ব্যক্তির পরিবারকে অনুদান চালু, যোগ্যতা অনুযায়ী শূণ্য কোটায় চাকরি স্থায়ী করণের দাবি জানান আন্দোলনকারীরা।পরে সিটি করপোরেশনের প্রধাননির্বাহী কর্মকর্তা রেজাউল বারী আন্দোলনকারীদের দুটি দাবি মেনে নেয়া এবং আগামী সাতদিনের মধ্যে ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের চাকরিতে পুনঃবহালের বিষয়ে সিদ্ধান্তের প্রতিশ্রুতি দিলে আন্দোলন থেকে সড়ে দাঁড়ান শ্রমিক-কর্মচারীরা।
এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টার দিকে সিটি করপোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নেন ছাঁটাইকৃত ১৬০ শ্রমিক, তাদের পরিবারের সদস্যসহ অন্যান্য শ্রমিকরা। পরে নগর ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শ্রমিকরা বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই ১৬০ শ্রমিককে মৌখিক নোটিশে ছাঁটাই করে নগর কর্তৃপক্ষ। তাদের পুনঃ বহাল করতে হবে। এছাড়া পহেলা নভেম্বর থেকে সরকার নির্ধারিত বকেয়া বেতন প্রদানের দাবিও জানিয়েছেন তারা।
তারা বলেন, সরকারি প্রাপ্ত সুবিধা থেকেও আমাদের বঞ্ছিত করা হয়েছে। অবিলম্ বেআমাদের দাবি-দাওয়া মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

