Logo
×

Follow Us

জেলার খবর

কোটি টাকার মানহানি মামলা অধ্যাপক শাহ্ সাজেদার বিরুদ্ধে, সমন জারি

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২২:২১

কোটি টাকার মানহানি মামলা অধ্যাপক শাহ্ সাজেদার বিরুদ্ধে, সমন জারি

বিএম কলেজের অপসরপ্রাপ্ত অধ্যাপক শাহ্ সাজেদা। ছবি- বরিশাল প্রতিনিধি

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অপসরপ্রাপ্ত অধ্যাপক শাহ্ সাজেদার বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানি মামলা করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিন।

ওই মামলায় অভিযুক্ত শাহ্ সাজেদার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ৬ ফেব্রুয়ারি তাকে স্বশরীরে আদালতে হাজির হয়ে জবাব দিতে বলেছেন বিচারক। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নরুল আমিন এ সমন জারি করেছেন।

এর আগে বিএনপির সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন শাহ্ সাজেদার বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানি (সি আর ১২৫/২৫) দায়ের করেন। তিনি দাবি করেছেন, শাহ্ সাজেদা তার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। এজন্য তার সম্মান ক্ষুন্ন হয়েছে। তাই তিনি মানহানি মামলা দায়ের করেছেন।

বছরখানেক আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ অনুগত সাবেক ছাত্রীদের নিয়ে শতবর্ষ উদযাপন পরিষদ গঠন হয়েছিল। আওয়ামী লীগের পতনের পর পরিষদের নেতৃত্বে আসেন গণঅভ্যুত্থান সমর্থনকারী সাবেক ছাত্রীরা। এরপর শুরু হয় অর্থ আত্মসাৎ নিয়ে দুইপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।

জানা গেছে, ২০২৩ সালে বিদ্যালয়ের শতবর্ষপূর্ণ হয়েছে। জাকজমকভাবে শতবর্ষ উদযাপনে গতবছরের শুরু থেকে এর তৎপরতা শুরু হয়। তখন উদযাপন পরিষদের নেতৃত্ব নিয়ে আওয়ামী অনুগত সাবেক শিক্ষার্থীরা দ্বিধাবিভক্ত হলে তাদের উদ্যেগ বেশি দূর অগ্রগতি হয়নি। এরপরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়। বর্তমানে নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্রীরা আগামী ২২ও ২৩ ফেব্রুয়ারি শতবর্ষ উদযাপন উৎসব ধার্য করেছিলেন।

পরিষদের আহ্বায়ক ফয়জুন নাহার শেলী বলেন, আওয়ামী লীগ আমলে অধ্যাপক শাহ্ সাজেদার নেতৃত্বাধীন কমিটি বিপুল সংখ্যক সাবেক ছাত্রীর নিবন্ধন করার পরও শতবর্ষ উদযাপন করতে ব্যর্থ হয়েছেন। গণঅভ্যুত্থানের পর তিনি বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিনের দারস্থ হন। তার বাসায় গিয়ে উদযাপন পরিষদের নেতৃত্ব নেওয়ার অনুরোধ করেন। তবে ব্যস্ততার অজুহাত দেখিয়ে নেতৃত্ব নেননি শিরিন।

দীর্ঘদিনের আলোচনার পর দুইপক্ষের উপস্থিতিতে গত ২৪ ডিসেম্বর অধাপক শাহ্ সাজেদার বাসায় স্টাম্পে লিখিত চুক্তিতে তিনি দয়িত্ব হস্তান্তর করেন। তবে দায়িত্ব হস্তান্তরের পর শাহ্ সাজেদা নিবন্ধন বাবদ আগে তোলা অর্থ ফেরত দিতে অপারগতা জানান। তিনি ১০ লাখ টাকা খরচ দেখালেও ভাউচার দিতে পারেননি। অর্থের হিসেব চাওয়ায় শাহ্ সাজেদা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে উল্টো বিলকিস জাহান শিরিনের ওপর দোষ চাপিয়েছেন। তাই শিরিন মানহানি মামলা দায়ের করেছেন।

বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন বলেন, আমি উদযাপন পরিষদের কমিটিতে নেই। শাহ্ সাজেদা অর্থ আত্মসাতের অভিযোগ তুলে আমার সম্মানহানি করেছেন। এ ঘটনায় আমি বৃহস্পতিবার শাহ্ সাজেদর বিরুদ্ধে আদালতে ১ কোটি টাকার মানহানি মামলা করেছি। ওই মামলায় তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫