
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিকালে পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়। এ সময় অবৈধ পলিথিন ও ওয়ান টাইম প্লেট উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম জানান, শহরের ৩টি দোকানে অবৈধ পলিথিন বিক্রি হয় এমন সংবাদে হাট চাঁদনীর নিকটবর্তী মেসার্স মল্লিক ব্রাদার্স, মেসার্স মল্লিক স্টোর ও থানা সড়কের শেখ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রচুর পরিমাণে অবৈধ পলিথিন, পরিবেশ নষ্টকারী ওয়ান টাইম প্লেট জব্দ করা হয়। সরকার নিষিদ্ধ এ সব মালামাল রাখার অপরাধে মেসার্স মল্লিক ব্রাদার্স ও মেসার্স মল্লিক স্টোরকে ৩ হাজার ও শেখ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল আলী জানান, ওয়ান টাইম প্লেট ও পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। যে কারণে অনেক আগেই সরকারিভাবে এগুলো নিষিদ্ধ ঘোষিত হয়েছে।