Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৩:৪৫

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় তিনজন নিহত হন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে লালপুর-বনপাড়া সড়কের সেকচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯) এবং সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়ায় যাচ্ছিল। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যায়। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান। বলেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫