Logo
×

Follow Us

জেলার খবর

মালয়েশিয়া পাচারের সময় দুই বাংলাদেশিসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৭:১৫

মালয়েশিয়া পাচারের সময় দুই বাংলাদেশিসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার

মালয়েশিয়া পাচারের সময় দুই বাংলাদেশিসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার। ছবি- কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গা ও ২ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারে জড়িত ৩ দালালকে আটক করা হয়।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিন দালাল হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২) ও হামিদ উল্লাহ (৩২)। 

উদ্ধার হওয়া ১৯ জনের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী এবং ১২ জন শিশু রয়েছে। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প এবং আশপাশের এলাকায় বসবাসকারী রোহিঙ্গা।

কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে মানবপাচারকারী একটি চক্র কচ্ছপিয়া এলাকায় ১৯ জনকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জমায়েত করেছে। পরে অভিযান চালিয়ে ১৯ জন ভিক্টিম এবং তিন পাচারকারীকে আটক করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকরা নৌপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জাফর আলমের বসতঘরের পেছনে তাদের জমায়েত করা হয়েছিল। পুলিশের সঙ্গে নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫