Logo
×

Follow Us

জেলার খবর

কৃষি জমির মাটি কাটায় জরিমানা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩

কৃষি জমির মাটি কাটায় জরিমানা

নোয়াখালীর চাটখিলে অবৈধভাবে কৃষি জমির উপরি ভাগের ঊর্বর মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে অবৈধভাবে কৃষি জমির উপরি ভাগের ঊর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে হারুন অর রশিদ নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শোল্যা গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক্সেভেটর দিয়ে আবাদি কৃষি জমির মাটি কেটে ট্রাকে করে বিক্রির প্রমাণ পেয়ে একই ইউনিয়নের পাল্লা গ্রামের হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

চাটখিল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ‘কৃষি জমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫