করোনাকালে প্রসূতিদের বাড়ি গিয়ে চিকিৎসা করেন ডা. অমি

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০, ২১:৫০

ছবি: সাম্প্রতিক দেশকাল
নভেল করোনাভাইরাসের কারণে ঘরবন্দি প্রসূতি মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন শেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শারমিন রহমান অমি। তিনি জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিকের মেয়ে।
গর্ভবতী মায়েদের বাড়ি বাড়ি গিয়ে এ সেবা প্রদানের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৫ মে) দুপুরে ৫ জন চিকিৎসক নিয়ে শেরপুরের গাজিরখামার ইউনিয়নে যান।
ইউনিয়নটির বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি মহিলাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি আয়রন, ক্যালসিয়াম, ভিটামিনসহ বিভিন্ন ওষুধ ও ঈদ উপহার প্রদান করেন এই চিকিৎসক।
এ বিষয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শারমিন রহমান অমি জানান, করোনা সংকট ও লকডাউনের কারণে গ্রামের গর্ভবতী মায়েরা শহরে বা আশপাশের হাসপাতালে যেতে পারছেন না। তাই তাদের সেবা দিতে এবং তাদের কাছে সরকারি বিভিন্ন ওষুধ পৌছে দিতে আমি নিজে প্রতিদিন সদরের ১৪ টি ইউনিয়নে ঘুরছি। পাশপাশি গর্ভবতী মায়েদের আমার পক্ষ থেকে একটি করে শাড়ি উপহার দিয়েছি।