Logo
×

Follow Us

জেলার খবর

নেত্রকোণায় আওয়ামী লীগের ১৩ নেতা কারাগারে

Icon

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:১৭

নেত্রকোণায় আওয়ামী লীগের ১৩ নেতা কারাগারে

নেত্রকোণার বারহাট্টা উপজেলার আওয়ামী লীগের ১৩ জন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ছবি: নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার বারহাট্টা উপজেলার আওয়ামী লীগের ১৩ জন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নেত্রকোণার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামাল হোসাইন এ আদেশ দেন।

আসামিরা হলেন- বারহাট্টা পূজা উদযাপন কমিটির সভাপতি ও বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সেন্টু, সাহতা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান সুজাত, ওই ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আঙ্গুর, বাউসী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, বারহাট্টা উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সদস্য পারভেজ মিয়াসহ ১৩ জন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টার গোপালপুর এলাকায় বাউসী সড়কের পাশে পতিত জায়গায় বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ছিল। ওই দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মঞ্চ ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগ এনে ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করে।

মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, সাধারণ সম্পাদক ও বারহাট্টা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ ৫৯ জন নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪০ জনকে আসামি করা হয়।

আসামি পক্ষের আইনজীবী প্রেমানন্দ চন্দ্র সরকার জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। রোববার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিন চাইলে বিচারক কামাল হোসাইন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫