Logo
×

Follow Us

জেলার খবর

পঞ্চগড়ে চার বিচারকের অপসারণ দাবি: প্রশাসনের আশ্বাসে স্থগিত আন্দোলন

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২২:৪৩

পঞ্চগড়ে চার বিচারকের অপসারণ দাবি: প্রশাসনের আশ্বাসে স্থগিত আন্দোলন

প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত। ছবি- পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে চার বিচারকের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ বাণিজ্য ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে আদালত চত্বর ঘেরাও করে ফটকে তালা লাগিয়ে এবং পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় ছয় ঘণ্টার টানটান উত্তেজনার পর রাত ৮টায় জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় সংগঠনটি।

অভিযুক্ত বিচারকরা- হলেন সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী।

গত বুধবার থেকে অভিযুক্ত বিচারকদের অপসারণের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল সংগঠনটি। ওই দিন ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তাদের অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা। নির্ধারিত সময় শেষ হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় রবিবার তারা মহাসড়ক অবরোধ ও আদালত চত্বর ঘেরাও কর্মসূচি পালন করে। এতে আদালতে আসা বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিকেল পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় থাকেন।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে জেলা প্রশাসক মো. সাবেত আলী উপস্থিত হয়ে আন্দোলনকারীদের জানান, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্ত বিচারকরা আগামীকাল থেকে পঞ্চগড় আদালতে আর বিচারকাজ করবেন না। আপনাদের লিখিত অভিযোগ প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে।

জেলা প্রশাসকের এই আশ্বাসের পর আন্দোলনকারীরা রাত ৮টায় তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন এবং আদালত চত্বর ত্যাগ করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫