Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৩২

ঝিনাইদহে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ঝিনাইদহে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫-এর উদ্বোধন। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

এ সময় বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী, ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

১১ দিনব্যাপী এ আয়োজন করেছে যৌথভাবে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিডিএলজি রথিন্দ্রনাথ রায়।

উদ্বোধনী দিনে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ বনাম নারিকেলবাড়ীয়া জয়নাল আবেদীন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ ক্রিকেট টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫