পুলিশ হেফাজতে ট্রাকচালককে ‘নির্যাতন’, ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৪:৫১

সিরাজগঞ্জ জেলা ম্যাপ। ছবি: সাম্প্রতিক দেশকাল
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ হেফাজতে রেখে এক ট্রাকচালককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই ট্রাকচালকের নাম রোকন মোল্লা (৩৬)। এ ঘটনায় উল্লাপাড়া ও সলঙ্গা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরো ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরো ৯ পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) সিরাজগঞ্জ আমলি আদালতে ট্রাকচালক রোকন মোল্লা নিজেই এ মামলা করেন। ট্রাকচালক রোকন পাবনার ফরিদপুর থানার নেছরাপাড়া এলাকার রহমত মোল্লার ছেলে।
আজ বুধবার (২৯জানুয়ারি) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী গোলাম হাদী কিরন।
মামলার আসামিরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম, সলঙ্গা থানার সাবেক ওসি এনামুল হক, সলঙ্গা থানার সাবেক পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ, উল্লাপাড়া থানার সাবেক উপ-পরিদর্শক আব্দুস ছালাম, উপ-পরিদর্শক (সলঙ্গা থানা) মনসুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (সলঙ্গা) আব্দুল কুদ্দুস। অজ্ঞাত পরিচয় আরো ৯ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ মে ট্রাকচালক রোকন মোল্লা বগুড়া থেকে পাবনা যাওয়ার পথে রাত ১টায় ঢাকা-নগরবাড়ি মহাসড়কের কাওয়াক মোড়ে রাত্রিকালীন ডিউটিরত পুলিশের পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে উল্লাপাড়া মডেল থানার সাবেক ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলাম চালক রোকন মোল্লার দিকে রিভলভার তাক করেন। ট্রাকচালক ভয়ে গাড়ি ঘুরিয়ে সিরাজগঞ্জ রোডের দিকে দ্রুত ছুটতে থাকলে পুলিশের গাড়িও পিছু নেয়। খবর পেয়ে সলঙ্গা থানার সাবেক ওসি এনামুল হকও ট্রাকটি ধরতে পিছু নেন। পরে সলঙ্গা থানার রাজশাহী-পাবনা মহাসড়কের হরিণচড়ায় রোকন মোল্লাকে আটক করে মারধর করা হয়। ওসি আসিফ তার ডান পায়ে গুলি করে সলঙ্গা থানায় নিয়ে ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। এতে ট্রাকচালক রোকন মোল্লার ডান পা কেটে ফেলা হয়।
মামলার বাদী রোকন মোল্লা অভিযোগ করে বলেন, উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম পিস্তল দিয়ে তাকে গুলি করে পঙ্গু করে দিয়েছেন। তার একটি পা নেই। তিনি দাবি করেন, দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাগারে থাকার কারণে তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে মামলা করতে পারেননি। জামিনে বেরিয়ে এসে তিনি মামলা করেছেন।