Logo
×

Follow Us

জেলার খবর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নদীতে কুয়াশার ঘনত্ব কেটে যায় বেলা ১১ টার দিকে। ছবি:সংগৃহীত

ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারী) বেলা পৌনে ১১টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। শনিবার রাত ১২টার দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ে কয়েকশ যানবাহন। এ সময় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫