ঝিনাইদহে একটি বাগান ঘিরে রেখেছে সেনাবাহিনী

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১১

ঝিনাইদহে একটি বাগান ঘিরে রেখেছে সেনাবাহিনী। ছবি- প্রতিনিধি
ঝিনাইদহে প্রায় সাড়ে তিন বিঘা মেহগনি বাগান ঘিরে রেখেছে সেনাবাহিনী। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঝিনাইদহ শহরের কোড়াপাড়া বটতলা নামক স্থানের মৃত হাবিবুর রহমানের বাগান ঘিরে রেখেছেন তারা।
যৌথ বাহিনীর কেউ কথা বলতে রাজি হয়নি। তবে খবর পাওয়া গেছে, সকাল থেকে শহরতলীর কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাগানে এ অভিযান চলমান রয়েছে। আশেপাশের বাড়ি ঘর থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর বোম ডিস্পোজাল টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো কিছুই পাওয়া যায়নি।
এ ব্যাপারে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সেনাবাহিনী আমাদের জানানোর পর ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, সেনাবাহিনী র্যাব ও পুলিশ একসাথে কাজ করছে।