ঝিনাইদহে লিফলেট হাতে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ নেতাকর্মীরা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪০
ঝিনাইদহে গভীর রাতে লিফলেট হাতে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ নেতাকর্মীরা। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে গভীর রাতে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের লিফলেট প্রদর্শন করার ঘটনা ঘটেছে। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সেখানে উপস্থিত ৯ জন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের দেখা যায়। তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এসময় মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাকে দেখা যায় । তিনিসহ অন্যরা সেখানে একটি টিনের ঘরে হাতে লিফলেট নিয়ে দেখা যায়।
তবে এ ব্যাপারে কারো বক্তব্য পাওয়া যায়নি।