
গ্রেপ্তার যুবলীগ নেতা। ছবি: গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়িতে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম- এটিএম রাশেদুজ্জামান রোকন। তিনি ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও লুটপাটে সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
শুক্রবার তাকে আদালতে তোলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।