Logo
×

Follow Us

জেলার খবর

নোয়াখালীতে হাসপাতাল থেকে শিশু চুরি

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ২২:২০

নোয়াখালীতে হাসপাতাল থেকে শিশু চুরি

বোরকা পরা সেই নারী, যিনি শিশুটিকে নিয়ে পালাচ্ছেন। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন শিশু চুরি হয়েছে। দুই মাস সাত দিন বয়সী ওই ছেলে শিশুটিকে সাত ঘণ্টায়ও উদ্ধার করতে পারেনি পুলিশ।

শনিবার দুপুরে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চুরি হওয়া শিশু আব্দুর রহমানকে নিয়ে তার মা জান্নাতুল ফেরদৌস বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সঙ্গে ছিলেন ওই শিশুর নানি তাজনাহার বেগম। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশুকে নিয়ে সিরিয়ালে দাঁড়ান। ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরা একজন অপরিচিত নারী (যার সঙ্গে ৬/৭ বছরের একটি মেয়ে আছে) জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। তিনি সরল মনে তার শিশুকে অপরিচিত নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে তিনি ওই নারীসহ তার শিশুকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে না পেয়ে পুলিশে জানান।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, “চুরি হওয়া শিশুর এখনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বাচ্চাটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫