সেহরিতে গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৬

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৩:০৮

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি কক্ষ। ছবি: চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে গ্যাসের লাইনের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। রাতে সেহরির খাবার খেতে উঠে গ্যাসের চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণ হয়।
রবিবার ভোর রাতে শহরের কোড়ালিয়া এলাকায় রুস্তম বেপারী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধ ছয়জনের মধ্যে আব্দুর রহমান সরদার, তার স্ত্রী শাহানুর বেগম, ছেলের বউ খাদিজা আক্তার ও ছোট ছেলে মঈনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর দুইজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- আব্দুর রহমানের বড় ছেলে ইমাম হোসেন সরদার ও মেজ ছেলে মিরাজের স্ত্রী দিবা আক্তার।
দগ্ধ আব্দুর রহমান সরদারের ভাগিনা শাহ আলম জানান, পরিবারের লোকজন ভোর রাতে সেহরি খাওয়ার জন্য উঠে। এ সময় রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়। এতে রান্না ঘরসহ কয়েকটি কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। তাৎক্ষণিক প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হয়।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, “ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের কারও শরীরের ৫০ ভাগ ও ৬০ ভাগ দগ্ধ হয়েছে। আমাদের হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের শরীরের ২০ ভাগ পুড়ে গেছে।”