মিয়ানমারের আরসা প্রধান নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ২০:৩২

আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (বামে লুঙ্গি পরিহিত)। ছবি- সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, আতাউল্লাহর বাবা রাখাইন থেকে পাকিস্তানের করাচিতে চলে যান। সেখানেই আতাউল্লাহর জন্ম। তিনি বেড়ে উঠেছেন সৌদি আরবের মক্কায়। সেখানে মাদ্রাসায় পড়াশোনা করেছেন।
মিয়ানমারের আরাকানে যারা আরসার সঙ্গে যুক্ত, তাদের আধুনিক গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ আছে বলে ধারণা করা হয়। স্থানীয় রোহিঙ্গাদের মধ্যে এই সংগঠনটির প্রতি সমর্থন আছে।
এদিকে, একইদিন ময়মনসিংহে আরেক অভিযানে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পৃথক দুটি মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে বিচারক আসামিদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
র্যাব জানায়, র্যাব-১১ এর পৃথক দুটি দল ময়মনসিংহ জেলার নতুন বাজার গার্ডেন সিটিতে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে দুটি অভিযান চালায়। এসময় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন নারীসহ এআরএসএ এর দশ সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো ছুরি উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে র্যাব বাদী হয়ে দুটি মামলা দায়ের করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- এআরএসএ সদস্য আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ, মোস্তাক আহাম্মদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ, আসমাউল হোসনা, মো. হাসান, আসমত উল্লাহ, মো. হাসান, শাহিনা ও সেনোয়ারা।
আদালত পুলিশের ওসি কাইউম খান বলেন, মামলার তদন্তকারি কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহাদাত হোসেন আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় বিশ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই মামলায় পাচঁদিন করে মোট দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।