Logo
×

Follow Us

জেলার খবর

চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২০:৩৪

চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

ধর্মঘটের ফলে গাড়িশূন্য রাস্তা। ছবি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সকল রুটের দূরপাল্লার বাস চলাচলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা কোচ মাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

মঙ্গলবার দুপুর ১টা থেকে ঢাকাসহ দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

চাঁদাবাজির প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করে সংগঠনটির সভাপতি রেজাউল করিম বলেন, যতক্ষণ সড়কে চাঁদাবাজি বন্ধ না হবে ততক্ষণ বাসের চাকা চলবে না।

সংশ্লিষ্টরা জানান, জেলার হরিপুরে সকল রুটের দূরপাল্লার বাস থামিয়ে সার্ভিস চার্জের নামে চাঁদা আদায় করে বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের লোকজন। চাঁদা দিতে না চাইলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার রাতে একতা পরিবহনের সুপারভাইজার রাজিব ইসলামকে মারধর করে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। ঘটনায় আট জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা জোরপূর্বক চাঁদা দাবি করিনা। ৩০ টাকা করে সার্ভিস চার্জ তুলি। এসব টাকা দিয়ে সংগঠনের শ্রমিকদের কল্যাণে কাজ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫