Logo
×

Follow Us

জেলার খবর

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৩

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১০:৩৮

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৩

প্রতীকী ছবি

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে প্রাইভেটকার, ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার বিকাল ৫টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানার ওসি মেজবা উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- উজলপুর গ্রামের হাসান মোল্লার ছেলে এনআরবিসি ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জাামান শোভন, আল ইমরান ও শিশু জুবায়ের হাসান।

আহতরা হলেন- নিহত জুবায়ের হোসেনের বাবা আলী হাসান ও মাইক্রোবাস চালক পলাশ হোসেন।

পুলিশ জানায়, একটি প্রাইভেটকার আমঝুপি থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। ভ্যানচালক আলী হাসান পরিবারের সদস্যদের নিয়ে আমঝুপির দিকে যাচ্ছিলেন। ব্রিটিশ আমেরিকান টোবাকো কার্যালয়ের সামনে আসার পর প্রাইভেটকারটি প্রথমে ভ্যানটিকে ধাক্কা দেয়। এরপর একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে পাঁচজন আহত হন।

ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানে মারা যান ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান। অবস্থার অবনতি হওয়ায় আল ইমরান ও জুবাইয়ের হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

রাজশাহী নেওয়ার পথে অবস্থার অবনতি হলে পাবনার ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সন্ধ্যার দিকে মারা যায় শিশু জুবায়ের। আল ইমরান মারা যান কুষ্টিয়া হাসপাতালে।

আহত আলী হাসানকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেটকার চালক পলাশকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মেজবা উদ্দিন বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার, মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫