Logo
×

Follow Us

জেলার খবর

আগে নির্বাচন পরে সংস্কার আমরা কখনও বলিনি: ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৩:৫৮

আগে নির্বাচন পরে সংস্কার আমরা কখনও বলিনি: ফখরুল

ছবি: সাম্প্রতিক দেশকাল

আগে নির্বাচন পরে সংস্কার বিএনপি আগে কখনো এমন কথা বলেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এটি মিথ্যা ও ভ্রান্ত ধারনা। এটাকে ভুলভাবে ব্যাখা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।”

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন ফখরুল৷

বিএনপি মহাসচিব বলেন, “নূন্যতম সংস্কার করে নির্বাচনের কথা বলে এসেছি আমরা৷ নির্বাচন ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কার করেই আমরা নির্বাচনের কথা বলে আসছি৷ “আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার৷ নির্বাচন অবাধ, সুষ্ঠু করার জন্য নূন্যতম যে সংস্কার তা করতে হবে।”

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “দেশে বর্তমানে রাজনৈতিক সংকট ও অস্থিতিশীলতা চলছে না। দেশে সংঘাতের কোনো প্রশ্নই আসে না। বরং গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন ভিন্ন দল ও মত থাকা৷ জনগণকে যাদেরকে ভোট দেবে তারা পার্লামেন্ট গঠন করবে৷”

“সুশাসন ও রাষ্ট্র পরিচালনার জন্য গণতন্ত্রই হলো শ্রেষ্ঠ ব্যবস্থা৷ তা না হলে আওয়ামী লীগের মতন অবস্থা হবে।”

জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামু, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫