মেহেরপুরে আওয়ামী লীগ নেতা এমএ খালেক গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:১৫

আওয়ামী লীগ নেতা এমএ খালেক। ছবি: মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি মিজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মিজবাহ উদ্দিন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এমএ খালেকের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
শনিবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।