সাগরে এক ঘণ্টা ধাওয়া করে পাঁচ লাখ ইয়াবাসহ ধরা হলো ২১ জনকে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ২৩:০২

পাঁচ লাখ ইয়াবাসহ আটক ২১ পাচারকারী। ছবি: কক্সবাজার প্রতিনিধি
বঙ্গোপসাগরে যৌথ অভিযান চালিয়ে ট্রলারে মিয়ানমার থেকে আসা পাঁচ লাখ ইয়াবার একটি চালান জব্দ করেছে র্যাব ও কোস্টগার্ড। এঘটনায় আটক করা হয়েছে ২১ জনকে।
বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজারের কলাতলী সৈকত সংলগ্ন গভীর সাগরে এক ঘণ্টা ধাওয়ার পর তাদের আটক করা হয় বলে জানান কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
শুক্রবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, মিয়ানমার থেকে সাগরপথে আসা ইয়াবার একটি বড় চালান কক্সবাজারে পৌঁছানোর সংবাদ পেয়ে র্যাব ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক দুটি ট্রলারকে থামার জন্য নির্দেশ দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে।
তিনি বলেন, দীর্ঘ এক ঘণ্টার ধাওয়া শেষে ট্রলার দুটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বরফ রাখার ঘরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় পাঁচ লাখ ইয়াবা।
এই কর্মকর্তা জানান, ইয়াবা পাচারকারীরা জেলের ছদ্মবেশ নিয়ে ছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং বাকিরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।