খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীদের ট্রেন অবরোধ, তিন ঘণ্টা পর স্বাভাবিক রেল যোগাযোগ

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৬:২৯

ট্রেন চলাচল বন্ধ করে অবরোধ করে খুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি- প্রতিনিধি
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি সুবিধা বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে ট্রেন চলাচল বন্ধ করে অবরোধ করে খুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর বয়রা জংশন এলাকায় ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেন আটকে দিয়ে এই অবরোধ কার্যক্রম শুরু করে তারা।
এতে খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট ও মহানন্দা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে পুনরায় স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
আন্দোলনকারীরা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা পলিটেকনিক, সিটি পলিটেকনিক ও ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
তারা বলেন, “দীর্ঘদিন ধরে তারা ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি সুবিধা বাতিল, এবং উপ-সহকারী পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ প্রদান।”
শিক্ষার্থীদের অভিযোগ, এসব দাবির বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ করা হলেও কোনো সাড়া মেলেনি। ফলে বাধ্য হয়েই তারা রেল অবরোধের মত কঠোর কর্মসূচি গ্রহণ করেছে।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”
তবে আন্দোলনের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে দুপুরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। তবে দাবিগুলো আদায়ে শিক্ষার্থীরা আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।