Logo
×

Follow Us

জেলার খবর

নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহার পেতে টাকা চাওয়ার অভিযোগ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২০, ১৯:০৫

নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহার পেতে টাকা চাওয়ার অভিযোগ

জাতীয় পরিচয়পত্রের ফটোকপির সাথে ৭০০ টাকা জমা না দিলে প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকার তালিকায় নাম দেয়া যাবে না। আগে টাকা পরে তালিকায় নাম উঠবে এমন একটি লিখিত অভিযোগ উঠেছে নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য হাওয়া আক্তারের বিরুদ্ধে।

বুধবার (২০ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগটি দায়ের করেন ওই ইউনিয়নের  কাওয়ালীবিন্নি গ্রামের প্রতিবন্ধী কাছুম আলীর স্ত্রী আনহার আক্তার ও সফর উদ্দিনের স্ত্রী কনা।

অভিযোগে প্রকাশ চলমান করোনা পরিস্থিতিতে হতদরিদ্র ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকা করে দেয়া হবে শুনে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য হাওয়া আক্তারের নিকট যায় তারা। পরে হাওয়া আক্তার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বারের সাথে ৭০০ টাকা করে জমা না দিলে ২৫০০ টাকা দেয়া যাবে না বলে জানায়।

এ ব্যাপারে হাওয়া আক্তার টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নিজ এলাকায় না থাকায় কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।


তিয়শ্রী ইউপি চেয়ারম্যান ফখরুদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়ালীউল হাসান বলেন, প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকা করে দেয়ার তালিকার সম্পন্ন হয়ে গেছে। যদি এ ব্যাপারে কোনো অভিযোগ হয়ে থাকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫