নড়াইলে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, আক্রান্তের বেশিরভাগই শিশু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৩

ডায়রিয়া আক্রান্ত এক রোগী। ছবি: সাম্প্রতিক দেশকাল
গরম বাড়ার সঙ্গে সঙ্গে নড়াইলে ডায়রিয়ার প্রকোপও অনেক বেড়েছে। জেলার হাসপাতালগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ভর্তি হচ্ছে শিশু।
নড়াইল জেলা হাসপাতালের সংক্রামক (ডায়রিয়া) বিভাগে ছয়টি বেড থাকলেও সেখানে এখন ভর্তি আছেন প্রায় ৫০ জনের বেশি রোগী। অনেক শিশুকে ঠাসাঠাসি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, পাঁচ মাস বয়সী শিশু থেকে শুরু করে দুই-তিন বছরের শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। কেউ কেউ মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আবার ভর্তি হয়েছে।
অভিভাবকরা জানায়, তীব্র গরমে তাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়ছে, আর হাসপাতালে এসে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতালের নার্স ও পরিচ্ছন্নকর্মীরা জানায়, একদিকে রোগীর সংখ্যা বেশি, অন্যদিকে জনবলের অভাব- এই পরিস্থিতিতে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ বিশ্বাস বলেন, “তাদের হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫-২০ জন ডায়রিয়া রোগী ভর্তি থাকছেন, যাদের বেশিরভাগই শিশু। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুও প্রতিদিন ৮-১০ জন ভর্তি হচ্ছে। ৩১ শয্যার হাসপাতালে এখন প্রতিদিন প্রায় ৯০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিন বহির্বিভাগে ৫০০-এর বেশি রোগী আসছেন।”
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ প্রতীম বিশ্বাস বলেন, “তাদের এখানে প্রতিদিন গড়ে ৭-৮ জন ডায়রিয়া রোগী ভর্তি থাকছেন এবং চিকিৎসা নিয়ে ভালোও হচ্ছেন।”
নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার বলেন, “গত ৯ দিনে ৪৪০ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে বাড়তি প্রস্তুতির প্রয়োজন হচ্ছে।”
তিনি বলেন, “এ অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে এবং বাইরের তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে।”
এই পরিস্থিতিতে সচেতনতা বাড়ানো ও প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।