
ফেনীতে অবৈধ উপায়ে ফসলি জমির মাটি কাটায় একজনকে ৬ মাস, অপরজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এসকেভেটর ও তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ফেনীর সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী- সোনাগাজী উপজেলার চরমজলিশপুর এলাকার মো. খোকনকে ছয়মাসের কারাদণ্ড ও সদর উপজেলার কালীদহ ইউনিয়নের শেখ আবদুল্লাহকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার বলেন, “ফসলি জমি রক্ষায় জেলা প্রশাসন বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজী নয়। অবৈধভাবে ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কারো জন্য সুপারিশ এলে শাস্তি দ্বিগুণ করার ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার রাতে ফেনী সদর উপজেলার লালপোলের নিকটবর্তী ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে দাসের পোল এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। বাকিরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।