Logo
×

Follow Us

জেলার খবর

বারো বছরের অন্তঃসত্ত্বা বালিকাকে ধর্ষণের অভিযোগ

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০, ১৫:১৮

বারো বছরের অন্তঃসত্ত্বা বালিকাকে ধর্ষণের অভিযোগ

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় প্রতিবেশী সম্পর্কে দাদা কর্তৃক ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত দাদা মোক্তার উদ্দিনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় মঙ্গলবার (২৬ মে) রাতে শিশুটির বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় ধর্ষণ মামলা দায়ের করলে মোক্তার উদ্দিনকে গ্রেফতার করে। মোক্তার উদ্দিনের বাড়ি পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের টেপুরগারী গ্রামে।

বুধবার (২৭ মে) দুপুরে মোক্তার উদ্দিনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে। পরে বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।

এদিকে, ওই শিশুকে পুলিশি হেফাজতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার দুপুরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, শিশুটি তিন মাসের অন্তঃসত্ত্বা, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় এটি নিশ্চিত হওয়ার পর তার বাবার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোক্তার ওই শিশুটিকে বিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে সাতদিন তার বাড়িতে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫