আইসিইউ না পেয়ে করোনা উপসর্গ নিয়ে এছহাক ব্রাদার্সের এমডির মৃত্যু!

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২০, ১০:৫৮

চট্টগ্রামের এছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও উত্তর কাট্টলী নিকুঞ্জ আবাসিকের পরিচালক হাজী মোহাম্মদ ইউনুছ (৭০) আইসিইউ সাপোর্ট না পেয়ে মারা গেছেন বলে অভিযোগ করেছে পরিবার।
গতকাল রবিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়।
গত ২৫ মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম ফিরেন ইউনুছ। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিলেও করোনাভাইরাস মহামারির কারণে তিনি আর যেতে পারেনি।
পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, সম্প্রতি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন হাজী ইউনুছ। রবিবার সন্ধ্যায় তাকে নগরের জিইসি মোড় মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি না করানোয় রাত ৮টার দিকে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাৎক্ষণিক আইসিইউ সাপোর্ট না পাওয়ায় অবস্থার অবনতি হয় ও একপর্যায়ে তিনি মারা যান।
আজ সোমবার (১ জুন) নগরীর সল্টগোলা রেল ক্রসিং এলাকায় তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তবে আগে থেকেই তিনি কিডনি রোগ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন।