
বীর বাহাদুর উশৈসিং
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। রবিবার (০৭ জুন) সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বান্দরবানের স্থানীয় চিকিৎসাব্যবস্থা তেমন উন্নত না হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে। শারীরিকভাবে তিনি (মন্ত্রী বীর বাহাদুর) ভালো আছেন। কোনো সমস্যা নেই। শুধু হালকা সর্দি-কাশি রয়েছে। যেহেতু তিনি ভিআইপি রোগী এবং বান্দরবানে আইসিইউ, সিসিইউ ব্যবস্থা নেই, তাই তাকে আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি।’
এর আগে, গতকাল শনিবার (৬ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় বীর বাহাদুরের করোনা পজিটিভ আসে। তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ।
তিনি জানিয়েছেন, ‘করোনা পরীক্ষার জন্য গত ৪ জুন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের নমুনা কক্সবাজারের ল্যাবে পাঠানো হয়। শনিবার পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। তার জ্বর ও কাশি রয়েছে।’
এদিকে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় নতুন করে আরো ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত ৭৬৯৯ জনের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে ১০৬৬ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেছে। এতে কক্সবাজার জেলার রয়েছে ৯৬৯ জন। এ পর্যন্ত কক্সবাজার জেলায় এক রোহিঙ্গাসহ ১৯ জনের মৃত্যু হয়েছে।