Logo
×

Follow Us

জেলার খবর

ময়মনসিংহে বালু মহাল নিয়ে এসি-ল্যান্ডের গড়িমসি

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২০, ২২:৫৩

ময়মনসিংহে বালু মহাল নিয়ে এসি-ল্যান্ডের গড়িমসি

ছবি: সাম্প্রতিক দেশকাল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর বালু মহালে অবৈধ স্তূপকৃত ১১ লাখ ৭০ হাজার ৭৫০ ঘনফুট বালু বাজেয়াপ্ত করার আদেশ বাস্তবায়নে গড়িমসির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে।

বুধবার (১০জুন) জেলা প্রশাসক মিজানুর রহমান বরাবর এক লিখিত অভিযোগে স্থানীয় মো. রবিকুল ইসলাম জানান, বালু ঘাটের ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মহালের বালু সরিয়ে নিতে ২০ দিনের লিখিত সময় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ১১ জুন এই মেয়াদ শেষ হয়ে ১০ দিন অতিবাহিত হলেও পূর্বে আদেশ অনুযায়ী বালু বাজেয়াপ্তকরণে কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। তাই জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে লিখিতভাবে অবহিত করা হয়েছে। 

স্থানীয় মো. ইব্রাহিম জানান, গত ১৩ এপ্রিল মরিচারচর বালু মহালের ইজারা মেয়াদ শেষ হয়ে গেলেও বালু উত্তোলন বিক্রয় ও সরকারি ইজারা আদায় চলামান রয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করা হয়। এর প্রেক্ষিতে গত ১১ মে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে ঘটনা পরিদর্শন করে ঘাটের স্তূপকৃত বালু পরিমাপ করে সব কার্যক্রম বন্ধে মৌখিক নির্দেশ দেন।

পরে ১১ মে থেকে ১ জুন পর্যন্ত সময়ের মধ্যে ঘাটের স্তূপকৃত বালু সরিয়ে নিতে সংশ্লিষ্ট ইজারাদারকে লিখিত নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ওই নিদের্শে বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে বালু সরিয়ে নিতে ব্যর্থ হলে সরকারের বরাবরে বাজেয়াপ্ত হবে। কিন্তু এ আদেশের ১০ দিন পেরিয়ে গেলেও বাজেয়াপ্তকরণে নিজ আদেশ বাস্তবায়নে গড়িমসির অভিযোগ উঠেছে সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে।  

উচাখিলা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এক বছরের জন্য মরিচারচর বালু মহলটি ৪৪ লাখ টাকায় ইজারা হয়েছিল। কিন্তু ইজারার মেয়াদ গত ১৩ই এপ্রিল শেষ হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন জানান, বালু উত্তোলন বন্ধ রয়েছে। কেউ যদি রাতের আধারে বালু উত্তোলন করে তাদের আইনের আওতায় আনা হবে। তবে আদেশ কার্যকরের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন (ইউএনও) বলেন, বালু মহাল নিয়ে দুইপক্ষের উত্তেজনা শিথিল করতে নির্দেশনা দেয়া হয়েছিল। তবে ইজারাদার যদি এখনো পর্যন্ত তার বালু না সরিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরো জানান, এখানে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে বালু মহাল নিয়ে কাউকেই রাজনীতি করতে দেয়া হবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫