Logo
×

Follow Us

জেলার খবর

কামরাঙ্গীরচরে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২০, ০৩:৫৪

কামরাঙ্গীরচরে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ছবি: গুগল ফটো

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রনি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে শুক্রবার রাত পৌনে ১১টা ৪৫ মিনিটে দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার (১২ জুন) রাত ১টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংলগ্ন একটি বহুতল বাণিজ্যিক ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫