Logo
×

Follow Us

জেলার খবর

সীতাকুন্ডে করোনায় সাবেক আ.লীগ নেতার মৃত্যু

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০, ০২:৩৪

সীতাকুন্ডে করোনায় সাবেক আ.লীগ নেতার মৃত্যু

শাহ আলম।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় সাবেক আওয়ামী লীগ নেতা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শাহ আলম (৪৬) মারা গেছেন।

শনিবার (১৩ জুন) রাত ১১ টায় চট্টগ্রামের জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সীতাকুন্ড পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার থেকে গায়ে জ্বর ও কাশিতে ভুগছিলেন ইঞ্জিনিয়ার শাহ আলম। এরপর বুধবার তার শ্বাসকষ্ট দেখা দেয়।

সেদিন রাতে তাকে ফৌজদারহাটস্ত বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। 

সেখান থেকে অবস্থার অবনতি হলে শনিবার সকালে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

এ পর্যন্ত সীতাকুন্ডে ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৫ জন। করোনা মুক্ত হয়েছেন ৭০ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫