নোয়াখালীতে শিশু ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২০, ১২:৫০

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার শিশু ধর্ষণ মামলার আসামি মিজান পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
রবিবার(১৪ জুন) রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহত মিজানুর রহমান সোনাইমুড়ী নাওতলা এলকার বাসিন্দা।
রবিবার রাত সোয়া দুইটার দিকে সেনবাগের ছাতার পাইয়া পূর্ব বাজার এলাকায় কানা শহীদের আস্তানায় আটক করা হয় মিজানুর রহমানকে। পরে তাকে নিয়ে ঘটনাস্থলে অস্ত্র উদ্ধারে গেলে তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মিজান পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
গত শনিবার রাতে এক বেকারী শিশু শ্রমিককে ধর্ষণের ঘটনায় বেকারির মালিক থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে শিশু ধর্ষণের ঘটনার অভিযোগ আসলে তাকে আমরা আটক করে অস্ত্র উদ্ধারে নিয়ে যাই। সেখানে গেলে তার অনুসারীদের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।