
জামালপুর জেলায় নতুন করে আরো ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজে সর্বশেষ এ আপডেট জানানো হয়। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৪৪২ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (১৬ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে সর্বমোট ১২৭ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদনে পুরো জেলায় ২৬ জন নতুন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে জামালপুর সদর উপজেলায় তিনজন, মেলান্দহে ১০ জন, মাদারগঞ্জে তিনজন ও ইসলামপুর উপজেলায় ১০ জনের কভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ও বিকল্প তথ্য প্রদানকারি কর্মকর্তা আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জামালপুরে সর্বমোট সংক্রমণ শনাক্ত হল- ৪৪২ জনের। যাদের মধ্যে সরিষাবাড়ী উপজেলায় ৩৮ জন, মেলান্দহে ৭৩ জন, মাদারগঞ্জে ২৯ জন, বকশীগঞ্জে ৪৭ জন, দেওয়ানগঞ্জে ৩৩ জন, ইসলামপুরে ৮৪ জন ও জামালপুর সদর উপজেলায় সর্বোচ্চ ১৩৮ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮৮ জন। সর্বমোট মৃত্যু হয়েছে পাঁচজনের। এদের মধ্যে চিকিৎসাধীন দুইজন দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলার বাসিন্দা মারা যান। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনা পরীক্ষায় তিনজনের (ইসলামপুরে দুইজন ও মেলান্দহে একজন) ফলাফল করোনা পজিটিভ আসে।
সর্বশেষ নমুনা সংগ্রহ করা হয় ১৮৩ জনের ও মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫০৩৫ জনের। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ১৭ জন ও ছাড়পত্র পেয়েছেন ১৩০ জন।।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২২৮ জন ও ছাড়পত্র পেয়েছেন ৫২ জন। মোট হোম কোয়ারেন্টিনে ১৬৪৭ জন, মোট ছাড়পত্র ১৪৫১ জন ও বর্তমানে মোট অবস্থান ১৯৬ জন।