
রংপুর-৩ আসনের উপনির্বাচনে ১৭৫টি কেন্দ্রের মধ্যে ১৩৯টির ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে লাঙ্গল প্রতীক নিয়ে এগিয়ে আছেন মহাজোটের প্রার্থী রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ।
সাদ এরশাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৪১ ভোট। ধানের শীষে ১২ হাজার ৭৬৮ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বিএনপির রিটা রহমান। মোটরগাড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার) পেয়েছেন ১১ হাজার ৯২৫ ভোট, তার অবস্থান তৃতীয়।
আজ শনিবার বিকেল সাড়ে ৬টার দিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রংপুরের পুলিশ হলে বেসকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত চলে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এইচ এম এরশাদের ছেলে সাদ এরশাদ। তবে বিএনপি প্রার্থী রিটা রহমান বলছেন, আগের রাতে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে তাদের নেতাকর্মীরা ভোট দিতে আসতে পারছেন না। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তিনি।
রংপুর সদরের ১৭৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।