Logo
×

Follow Us

জেলার খবর

নারায়ণগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২০, ১৮:৫৬

নারায়ণগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডোবার পানিতে ডুবে মোস্তাকিম (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মোস্তাকিম ওই গ্রামের এমদাদুল হকের ছেলে। 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার রায়পুরা গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশুটির পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিলো না মোস্তাকিমের। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় মোস্তাকিমকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। 

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫