
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডোবার পানিতে ডুবে মোস্তাকিম (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মোস্তাকিম ওই গ্রামের এমদাদুল হকের ছেলে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার রায়পুরা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিলো না মোস্তাকিমের। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় মোস্তাকিমকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।