রাজবাড়ীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২০, ১৫:১৮

রাজবাড়ীতে শহীদ শেখ (৫০) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহীদ শেখ পার্শ্ববর্তী পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে।
জানা যায়, খানখানাপুর বাজার থেকে শহীদ শেখ মোটর সাইকেলযোগে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। পথে কাজীপাড়া ইটভাটার কাছে পৌঁছলে পেছন থেকে অপর মোটর সাইকেলযোগে আসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পূর্ব শক্রতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন পরিবারের লোকজন।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।