Logo
×

Follow Us

জেলার খবর

সুনামগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২০, ১৬:৩২

সুনামগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই রাসেলের (২৫) ছুরিকাঘাতে বড় ভাই দুলাল মিয়া (৩০) নিহত হয়েছে। এ ঘটনায় ছোট ভাই রাসেল মিয়াকে (২৩) ও তার সৎ মাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুরে কারেন্টের বাজারে এ ঘটনা ঘটে। 
নিহত দুলাল মিয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জালাল মিয়ার প্রথম স্ত্রীর বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, গত কয়েক দিন ধরে উপজেলার কারেন্টের বাজার এলাকায় বড় ভাই দুলাল ও ছোট ভাই রাসেলের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

শনিবার দুপুর ১২টার দিকে বড় ভাই দুলালের বসত ঘরের সামনে ছোট ভাই রাসেল একটি টয়লেট স্থাপন করতে চাইলে এতে বাধা দেন বড় ভাই দুলাল।

এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রাসেল ছুরি দিয়ে বড় ভাই দুলালের পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বড় ভাই দুলাল মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছোট ভাইকে আটক করে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, ছোট ভাই রাসেলকে আটক করেছে পুলিশ। নিহত বড় ভাইয়ের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫