করোনা জয়ী ২ পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা এসপির

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২০, ২০:২৪

রাজবাড়ীতে করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন দুইজন পুলিশ সদস্য। তাই তাদের ফুল দিয়ে বরণ করে নিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান।
সোমবার (২২জুন) সকালে তাদের বরণ করেন এসপি।
এ সময় আক্রান্তরা করোনাকে জয় করে ফিরে আসার অভিজ্ঞতা তুলে ধরেন। করোনাকে ভয় না পেয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন তারা। আইসোলেশনে থাকার সময় তাদের খোঁজ খবর নেয়া ও চিকিৎসার ব্যবস্থা করায় পুলিশ সুপারকে ধন্যবাদ দেন তারা।
পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম (বার) বলেন, রাজবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত দুই পুলিশ সদস্য সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিতে পারে সেই লক্ষ্যে তাদের উৎসাহিত ও মনোবল চাঙা করার জন্য ফুল দিয়ে তাদের বরণ করে নেয়া হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মো: সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ফজলুল করিমসহ অন্যান্যরা।