Logo
×

Follow Us

জেলার খবর

রাঙামাটিতে করোনা উপসর্গে নারীর মৃত্যু

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২০, ১৪:১৪

রাঙামাটিতে করোনা উপসর্গে নারীর মৃত্যু

পার্বত্য রাঙামাটিতে নভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে৷ 

শনিবার (২৭ জুন) সকালে জেলা শহরের চম্পকনগর এলাকার ৪০ বয়সী এই নারী মারা যান। মৃত নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। 

এদিকে শনিবার রাঙামাটিতে আরো ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে৷ নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৫, কাপ্তাইয়ের ২ ও রাজস্থলীর ১ ব্যক্তি রয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন৷ এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে।

রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, জেলা শহরের চম্পকনগর এলাকার এক নারী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই মৃতের শেষকৃত্য করা হবে।

মোস্তফা আরো জানান, শনিবার চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে আসা ২৬টি রিপোর্টের মধ্যে ৮টি পজিটিভ এসেছে। শনিবার আসা রিপোর্টগুলো ১৮-২০ জুনের মধ্যে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত দাঁড়াল ২৩১ জনে। 

প্রসঙ্গত, ৬ মে দেশের সর্বশেষ জেলা হিসেবে রাঙামাটিতে প্রথম ৪ জনের কভিড-১৯ শনাক্ত হয়। পরবর্তীতে ক্রমান্বয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে। এ পর্যন্ত রাঙামাটিতে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫