Logo
×

Follow Us

জেলার খবর

বগুড়ায় আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৬১

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ২২:০০

বগুড়ায় আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৬১

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলতাব হোসেন (৬১) নামের এক ব্যক্তি মারা গেছেন।

বুধবার (১ জুলাই) দুপুরে মারা যাওয়া ব্যক্তি সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার বাসিন্দা। 

এছাড়া গত ২৪ ঘন্টায় বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬১ জন। 

ওই হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, তিনি করোনা উপসর্গ নিয়ে গত ২৮ জুন রাতে ভর্তি হন। এরপর দিন তিনি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন। এ নিয়ে করোনায় সরকারি হিসেবে মারা গেলন ৫৩ জন।

এদিকে গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা তিন হাজার ছুঁই ছুঁই করছে। 

বুধবার বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫৩ জন এবং সুস্থ্য হয়েছেন ৬৬৯ জন। 

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৩ জন, নারী ১৫ জন, শিশু ৩ জন।

উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা বগুড়া সদরে ৩১ জন, শাজাহানপুরে ৯ জন, নন্দীগ্রামে ৯ জন, আদমদীঘিতে ৫ জন, কাহালুতে ২ জন, সোনাতলায় ২ জন, ধুনটে ২ জন এবং সারিয়াকান্দিতে ১ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫