Logo
×

Follow Us

জেলার খবর

স্ত্রীকে হত্যা করে সন্তান নিয়ে পালালো স্বামী

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১১:৩৫

স্ত্রীকে হত্যা করে সন্তান নিয়ে পালালো স্বামী

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের বিশ্বরোড মোড় এলাকায় অটোচালক মুজাহিদ (২৫) তার স্ত্রী হ্যাপি আক্তারকে (২০) হত্যা করে  দুই সন্তান নিয়ে পলিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত হ্যাপি আক্তার পৌর শহরের ৪নং ওয়ার্ডের জন্মেজয় গ্রামের কাজিম উদ্দিনের মেয়ে।

জানা যায়, গত ৫ বছর পূর্বে সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের খাইরুল  ইসলামের ছেলে মুজাহিদের সাথে হ্যাপি আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে জন্ম নেয় দুই সন্তান। বিয়ের পর থেকেই মুজাহিদ ও হ্যাপির দাম্পত্য কলহ লেগেই থাকতো। 

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় উভয়ের মাঝে কথা-কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে মুজাহিদ হ্যাপি আক্তারকে হত্যা করে। পরে দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই সারফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, আমার বোন বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তিতে ছিলো। প্রায় প্রতিদিন আমার বোনকে তার স্বামী মুজাহিদ শারীরিকভাবে নির্যাতন করতো। স্বামী আজ আমার বোনকে অত্যাচার করে হত্যা করেছে।

অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫