Logo
×

Follow Us

জেলার খবর

ঠাকুরগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, আটক ৮

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ১৬:৪১

ঠাকুরগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, আটক ৮

ঠাকুরগাঁওয়ে অপহরণের আট ঘন্টা পর জুয়েল রানা (১৮) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়। 

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে ঠাকুরগাঁও থানা পুলিশের সহযোগিতায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ  তাকে উদ্ধার করে। জুয়েল রানার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর ইউনিয়নে। 

আটককৃতরা হলেন,আশরাফুল ইসলাম আরিফ, হুমায়ুন কবির, আলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, সোহাদ হোসেন,আল আমিন, দেলোয়ার আলী প্রমুখ। 

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ১১ মাইল নামক স্থান থেকে  ভুট্টা ব্যবসায়ী জুয়েল রানাকে অপহরণ করা হয়। পরে জুয়েলের মা আনজুমান আরা বেগম থানায় অভিযোগ করলে প্রযুক্তির ব্যবহার করে তাকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫