ফাহাদ হত্যাকাণ্ড
কাফনে মোড়ানো ছেলের মুখ, মায়ের বুকফাটা আহাজারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯, ১৮:০৮

কাফনে মোড়ানো প্রিয় সন্তান আবরার ফাহাদকে বুকফাটা আর্তনাদে শেষবারের মতো দেখলেন মা রোকেয়া খাতুন।
কাফনে মোড়ানো প্রিয় সন্তান আবরার ফাহাদকে বুকফাটা আর্তনাদে শেষবারের মতো দেখলেন মা রোকেয়া খাতুন। পাগলপ্রায় মা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার প্রিয় আদরের মানিক দুনিয়ায় নেই। ছেলের লাশের সামনে রেখে রোকেয়া খাতুনের আহাজারিতে পুরো পরিবেশটাই ভারী হয়ে উঠে।
পাগলপ্রায় মা ছেলের এ অকাল মৃত্যুতে বারবার মুর্ছা যাচ্ছেন আর যখনই জ্ঞান ফিরে আসছেন তখনই বিলাপ করতে করতে বলতে থাকলেন, ‘আমার বেটা লাখে একটাও হয় না রে…। সবার ঘরে বেটা থাকতে পারে, আমার বেটার মতো বেটা ছিল না। আমার বেটা কোনো দিনও জোরে (উচ্চস্বরে) কারও সঙ্গে কথা বলে নাই। কোনো রাজনীতির মিছিলে যায় নাই। যেইখানে রাজনীতির আলাপ করে সেইখানেও যায় নাই। আমার বেটা শুধু লেখাপড়া নিয়াই থাকত।’
আজ মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ফাহাদের লাশবাহী অ্যাম্বুলেন্স রায়ডাঙ্গায় পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। গ্রামবাসী সবাই কান্নায় ভেঙে পড়েন। আবরারের স্বজনরা হাউমাউ করে কেঁদে ওঠেন। লাশ সামনে রেখে গ্রামের তরুণরা মিছিল শুরু করেন। আবরারের খুনিদের বিচার দাবি করেন।